মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১

সোনারগাঁয়ের প্রবীণ রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা শফিউর রহমান আর নেই

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২০  

সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত যুদ্ধকালীন গ্রুপ কমান্ডার ও বাংলাদেশ আওয়ামী লীগের সোনারগাঁ উপজেলা শাখার দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শফিউর রহমান আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)।


বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতেন তিনি  ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


বাদ আছর মরহুমের নামজের জানাজা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর  নেতৃত্বে পুলিশের একটি চৌকসদল তাকে রাষ্ট্রীয় মার্যাদা গার্ড অব অর্নার প্রদান করে। পরে দরগাহ বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।


বীরমুক্তিযোদ্ধা মো. শফিউর রহমান মৃত্যুতে সোনারগাঁয়ের মুক্তিযোদ্ধারা গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।


মো. শফিউর রহমান ১৯৫৫ সালের ২৫ মে জন্মগ্রহণ করেন। তিনি ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত ও ১৯৭১ সালে যুদ্ধকালীন গ্রুপ কমান্ডার ছিলেন। তিনি ১৯৭২ সাল থকে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন। 

এই বিভাগের আরো খবর