মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১

সোনারগাঁয়ের নয়াপুরে চোরের উপদ্রব : এলাকাবাসী অতিষ্ঠ

প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৯  

সোনারগাঁ  (যুগের চিন্তা ২৪) : সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর এলাকায় সম্প্রতি চোর ডাকাতের উপদ্রবে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। ভুক্তভোগীরা এ ব্যাপারে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। 

এলাকাবাসী জানায়, সম্প্রতি প্রতি রাতেই নয়াপুর এলাকায় চুরি-ডাকাতির ঘটনা ঘটছে। গত শনিবার ভোরে নয়াপুর উত্তরাপাড়া এলাকায় শেখ সাহেবের বাড়িতে তার পূত্রবধূর গলা থেকে একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে গেছে দুই মুখোশধারী চোর। 

এদিকে গত সপ্তাহে মুখোশধারী ডাকাতেরা নয়াপুর সম্মেলনের মাঠের উত্তর পাশে এক মহিলার বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্রের মুখে ঘরের সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। 

স্থানীয়দের দাবি, নাহিদ ও রাজিব নামের দুই চোরের নেতৃত্বে একটি চোর সিন্ডিকেট দীর্ঘদিন যাবত নয়াপুর, সাদিপুর ও হাতুরাপাড়াসহ আশপাশের এলাকায় চুরি ও মাদক ব্যবসা সহ নানা অপকর্ম করে আসছে। 

সম্প্রতি ঘটে যাওয়া ডাকাতি ও চুরির সঙ্গে এরা জড়িত আছে বলে এলাকাবাসীর ধারণা। তাই এদেরকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত অপরাধীরা বেরিয়ে আসবে। 
 

এই বিভাগের আরো খবর