মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১

সোনারগাঁয়ে ভাষা শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০১৯  

সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : যাদের আত্মত্যাগের বিনিময়ে বাঙালি জাতি পেয়েছিল ভাষার অধিকার, সেই মহান শহীদদের স্মরণে বৃহস্পতিবার প্রথম প্রহরে জেগে উঠেছে সোনারগাঁয়ের সকল শহীদ মিনার। 

 

রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে জাতির সূর্যসন্তানদের স্মরণ করেন স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার। 

 

পরে উপজেলা পরিষদ, সোনারগাঁ থানা পুলিশ, অফিসার্স ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা কর্মচারী ক্লাব, উপজেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টি, সোনারগাঁ রিপোর্টার্স ক্লাব ও পল্লী টিভি’র পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

 

এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও পুস্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া সকাল ১০টায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

 

এই বিভাগের আরো খবর