বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

সোনারগাঁয়ে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে ড. সেলিনা 

প্রকাশিত: ৭ অক্টোবর ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সোনারগাঁও উপজেলার বিভিন্ন পূজামন্ডপ সোমবার সন্ধ্যায় পরিদর্শন করেছেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির আইন বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তার। 


এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন মন্ডপে আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের সকল অন্যায়, অনাচার দুরাচার করে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে আন্তরিকভাবে কাজ করছেন। স্বাধীনতা বিরোধীরা মুক্তিযুদ্ধের চেতনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা করছে। 


সেসময় স্বাধীনতার পক্ষের শক্তিকে, বিশেষ করে সংখ্যালঘুদের ওপর চরম নির্যাতন করা হয়েছে। বর্তমান সরকার সকল ধর্মের অনুসারীদের সমান ধর্মীয় স্বাধীনতা প্রদান করছে । এ সরকার ধর্ম যার যার, উৎসব সবার নীতিতে বিশ্বাসী । জাতি ,ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মিলে আমাদের এই দেশকে গড়ে তুলতে হবে ।


এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাদশা চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. লুৎফুল কবির, সাংবাদিক রবিউল হোসাইন, পূজা কমিটির সভাপতি ননি গোপাল পাল, সাধারণ সম্পাদক সংকর দাস, গোবিন্দ মন্ডল, সেলিম প্রধান, সোনারগাঁ উপজেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি সালাউদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক রহিমা আলম, উপজেলা আওয়ামীলীগের মহিলা নেত্রী শ্যামলী চৌধুরী,  সোনারগাঁ জি আর ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের অধ্যাপক নুরুল হক, আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম মাষ্টার, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ, পনির মোল্লা, পাবেল, জামান, রুবেল, আইয়ুব আলী ও আছিয়া আক্তারসহ নেতৃবৃন্দ।
 

এই বিভাগের আরো খবর