শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

সোনারগাঁয়ে পরিবার কল্যাণ সহকারীদের প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৯  

সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : সোনারগাঁয়ে পরিবার কল্যাণ সহকারী পদ তৃতীয় শ্রেণি থেকে চতুর্থ শ্রেণিতে অবনতি দিয়ে অধিদপ্তরের জারিকৃত পরিপত্র জারি করায় প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী সমিতি সোনারগাঁ শাখা। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে সোনারগাঁ প্রেস ক্লাবের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আফসানা ফেরদৌসী, সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি শামীমা খাঁন, সহসভাপতি নুরুন নাহার, সাধারণ সম্পাদক শারমিন আখতার, অর্থ সম্পাদক জুলেখা আক্তার, প্রচার সম্পাদক তানিয়া আক্তার, সাংগঠনিক সম্পাদক ফারিবা আফরিন, মহিলা বিষয়ক সম্পাদক দেওয়ান জিনাত, সহ মহিলা  বিষয়কি সম্পাদক অঞ্জনা রানী ঢালী, সহসাংগঠনিক সম্পাদক সুফিয়া আক্তার প্রমুখ।

 

প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, আমাদের নিয়োগ প্রক্রিয়ার সময় তৃতীয় শ্রেণির পদে আমার নিয়োগ পেয়েছি। স্বাস্থ্য অধিদপ্তর সম্প্রতি জনসংখ্যা নিয়নস্ত্রণ কর্মসূচির মূল চালিকা শক্তি সাড়ে ২৩ হাজার পরিবার কল্যাণ সহকারীদের চতুর্থ শ্রেণি চিহ্নিত করে পরিপত্র জারি করেছে। এ জারিকৃত পরিপত্র প্রত্যাহার করে আমাদের পূর্বের পদ পর্যাদা বহাল করার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।

এই বিভাগের আরো খবর