শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

সোনারগাঁয়ে নানাখী কওমিয়া মাদরাসায় অভিভাবক সমাবেশ

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২০  

সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী জামেয়া ফারুকিয়া কওমিয়া নানাখী মাদরাসার শিক্ষার্থীদের লেখাপড়ার মান বৃদ্ধির লক্ষ্যে অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে মাদরাসা প্রাঙ্গণে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।   


জামেয়া ফারুকিয়া কওমিয়া নানাখী মাদরাসার মুহতামিম মুফতি শরীফুজ্জামানের সভাপতিত্বে এসময়  উপস্থিত ছিলেন- মাদরাসার শায়খুল হাদীস হাফেজ মাওলানা সাকিবুল ইসলাম কাসেমী, মাওলানা আইনুল হক কাসিমী, মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা ক্বারী ইব্রাহীম, মাদরাসার শিক্ষা সচিব ও মুহাদ্দিস মাওলানা মুহাম্মাদ আমানুল্লাহ, মাওলানা সাইফুল্লাহ, মাওলানা বেলাল হুসাইন, মুফতি নুরুল ইসলাম, মুফতি ফাইজুল ইসলাম, মুফতি শহীদুল ইসলাম, মুফতি আরিফুল ইসলাম কাসেমী, মুফতি মুহাম্মাদ আলী, মাওলানা আব্দুর রহমান সহ মাদরাসার সকল শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকগণ। 

এই বিভাগের আরো খবর