শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

সোনারগাঁয়ে দুই পরিবহন চাঁদাবাজ আটক

প্রকাশিত: ৭ জুলাই ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সোনারগাঁয়ে পরিবহন শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায় করার সময় দুই চাঁদাবাজকে আটক করেছে র‌্যাব ১১। এ সময় তাঁদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৭ হাজার ৯শ টাকা জব্দ করা হয়।  রোববার (৭ জুলাই) সংবাদ মাধ্যমকে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে বিষটি নিশ্চিত করে র‌্যাব। 


র‌্যাব জানায়, ৬ জুলাই শনিবার সন্ধ্যায় সোনারগাঁয়ের ফজলুল হক ডিগ্রী কলেজ এলাকা থেকে চাঁদা আদায় করার সয়ম তাঁদের হতেনাতে আটক করা হয়। 


আটকরা হলো- সোনারগাঁয়ের কাজী ফজলুল হক ডিগ্রী কলেজ এলাকার মৃত সিরাজ পাটোয়ারীর ছেলে দর্পণ পাটোয়ারী (৪৫), মৃত হানিফ মিয়ার ছেলে আফসার উদ্দীন (৩৬)। 


র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃত’রা দীর্ঘদিন যাবত ফজলুল হক ডিগ্রী কলেজ এলাকায় পরিবহন সেক্টরের ট্রাক, অটো, সিএনজির চালকদের কাছ থেকে ভয়ভীতি এবং হুমকি প্রদর্শন করে গাড়িপ্রতি ৫০ থেকে ৩০০ টাকা চাঁদা আদায় করে আসছিলো এবং কেউ চাঁদা দিতে অসম্মতি জানালে তাঁদের মরধরসহ জীবন নাশের হুমকি প্রদান করে আসছিলো। 


আটকদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 
 

এই বিভাগের আরো খবর