শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

সোনারগাঁয়ে ত্রাণ বিতরণ করলেন ভাইস-চেয়ারম্যান বাবু

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২০  

সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : সামাজিক দূরত্ব মেনে প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ৮ শতাধিক মানুষের মাঝে ত্রাণ করেছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বাবুল ওমর বাবু। 

 

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে সোনারগাঁয়ের সম্ভুপুড়া ইউনিয়নের ৪ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ করেন। ত্রাণের মধ্যে ছিল- ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি সয়াবিন তৈল ও  ১ কেজি লবণ।

 

এসময় উপস্থিত ছিলেন, সম্ভুপুড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ, হাজী আব্দুল মোতালেব মিয়া, আশ্রাফ উল্ল্যাহ, মোরশেদ আলী, মো. শফিকুল ইসলাম, মিন্টু মিয়া প্রমুখ।

 

শুক্রবার (৩ এপ্রিল) সকালে কাঁচপুরে করোনা ভাইরাসের কারণে কর্মহীন ৪ শতাধিক সিএনজি ও অটোরিক্সা চালকদের মধ্যে সামাজিক ত্রাণ বিতরণ করেন বাবুল ওমর বাবু। এসময় উপস্থিত ছিলেন, সিএনজি অটো রিক্সা চালক সমিতির সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম প্রমুখ।

 

বাবুল ওমর বাবু বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশ ও আমার নেতা নারায়ণগঞ্জের প্রাণ পুরুষ শামীম ওসমানের আহ্বানে আমরা এ দুর্যোগে মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ।

এই বিভাগের আরো খবর