শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

সোনারগাঁয়ে খাদ্য সামগ্রী বিতরণ করলেন ব্যাবসায়ী নজরুল ইসলাম 

প্রকাশিত: ৩১ মার্চ ২০২০  

সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের নিম্ন আয়ের ৪০০ পরিবারকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক নজরুল ইসলাম স্বপন।  


মঙ্গলবার (৩১ মার্চ) জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের ওটমা গ্রামে এ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল- চাল, আলু, ডাল, বিস্কুট, সাবান ও মাস্ক। 


নজরুল ইসলাম স্বপন বলেন, করোনা ভাইরাস রোধে দেশে চলছে সাধারণ ছুটি। এতে খেটে খাওয়া মানুষের অনেক কষ্ট হচ্ছে। তাদের কষ্ট লাঘব করতেই আমাদের এই আয়োজন। পাশাপাশি সমাজের বিত্ত্ববাণ ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে সচেতন হতে হবে। তাছাড়া বিনা প্রয়োজনে কেউ ঘর থেকে বের হবেন না।


এসময় উপস্থিত ছিলেন, আব্দুস ছালাম, মোহাম্মদ আক্তার হোসেন, সিরাজুল ইসলাম রতন, সেলিম মিয়া, মো. কালাম, উজ্জল হোসেন, মোহাম্মদ মুছা, জহিরুল ইসলাম প্রমুখ। 

এই বিভাগের আরো খবর