বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

সোনারগাঁয়ে আলুর চারাগাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২০  

সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : সোনারগাঁ উপজেলার মঙ্গলেরগাঁও এলাকায় গত শুক্রবার রাতে অজ্ঞাত দূর্বৃত্তরা জহিরুল ইসলাম নামে এক কৃষকের ১৫ শতাংশ জমির উন্নত জাতের লাল আলুর চারাগাছ উপড়ে ফেলেছে।


শনিবার (১১ জানুয়ারি) সকালে লোক মারফত জানতে পেরে কৃষক আলু ক্ষেত দেখতে গিয়ে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েছেন। পরে স্থানীয় লোকজনকে ডেকে ঘটনাটি জানান। আলুর চারাগাছ উপড়ে ফেলায় এতে ওই কৃষকের প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এঘটনায় মঙ্গলেরগাঁও এলাকার অন্যান্য কৃষকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় কৃষকরা এঘটনার তীর্ব নিন্দা জানিয়ে উপজেলা কৃষি কর্মকর্তার নিকট অভিযোগ করেছেন।


কৃষক জহিরুল ইসলাম জানান, মঙ্গলেরগাঁও মৌজায় এবছর তিনি ৩৫ বিঘা জমিতে আলু চাষ করেছেন। সবেমাত্র আলুর ফলন শরু হয়েছে। এবছর আলুর বাম্পার ফলনের আশায় রয়েছেন তিনি। দূর্বৃত্তরা ১৫ শতাংশ জমির উন্নত জাতের লাল আলুর চারাগাছ উপড়ে ফেলেছেন। এতে করে আতঙ্কে রয়েছেন তিনি।


সোনারগাঁ উপজেলা কৃষি কর্মকর্তা মুনিরা আক্তার জানান, দূর্বৃত্তরা কৃষকের ১৫ শতাংশ জমির আলুর চারাগাছ উপড়ে ফেলেছেন। ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। মুঠোফোনে কৃষক জহিরুল ইসলাম বিষয়টি আমাকে জানিয়েছে। আমি সরেজমিন ঘটনাস্থল পরিদর্শনে যাব।

 

এই বিভাগের আরো খবর