বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

সোনারগাঁ মুক্ত দিবস উপলক্ষে বিজয় র‌্যালী ও আলোচনা সভা 

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৯  

সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : ১৩ ডিসেম্বর সোনারগাঁ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিবাহিনী ও মিত্র বাহিনীর সম্মিলিত আক্রমনে পাক হানাদাররা সোনারগাঁ ছেড়ে পালাতে বাধ্য হয়। 

 

এরপর মুক্তিযোদ্ধারা ১৩ ডিসেম্বরকে সোনারগাঁ মুক্ত দিবস ঘোষনা করেন। দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বিজয় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদ্য সাবেক কমান্ডার সোহেল রানার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খাঁন। 

 

বিশেষ অতিথি ছিলেন- সদ্য সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনী, সদ্য সাবেক সহকারি কমান্ডার আব্দুল বাতেন মোল্লা, সেলিম রেজা, মফিজুল ইসলাম খাঁন, মাহিউদ্দিন আহমেদ মাহী ও জাহিদ হোসেন খোকাসহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ।

 

এসময় মুক্তিযোদ্ধার সন্তান ইরফান হোসেন দীপ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সোনিয়া আক্তার ও সাধারন সম্পাদক মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।  

 
 

এই বিভাগের আরো খবর