বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

‘সেফ দ্যা চিল্ড্রেন’ পুরস্কার পেলেন শরীফ উদ্দিন সবুজ

প্রকাশিত: ১৭ জুন ২০১৯  

যুগের চিন্তা ২৪ : সেফ দ্যা চিল্ড্রেন' এর শিশুদের জন্য বই তৈরীর প্রকল্প 'অনুপ্রেরণা' 'ব্লুম' সফটওয়্যার ব্যবহার করে বই তৈরীর প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছেন বিশিষ্ট লেখক, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক শরীফ উদ্দিন সবুজ। 

দলগত কাজ ছিলো এটি । শরীফ উদ্দিন সবুজের গ্রুপ থেকে তিনটি বই মুদ্রনের জন্য মনোনিত হয়েছে। তিনটি বইয়ের-ই ছড়া ও গল্প তার লেখা। তার গ্রুপে আরো ছিলেন মঈন মাহমুদ। তিনি-ও পুরস্কৃত হয়েছেন। 

বইগুলির ছবি এঁকেছেন শর্মী দাস গুপ্তা ও মোনালিসা ঐশী। আজ বনানীর প্লাটিনাম গ্রান্ড হোটেলে এ পুরস্কার প্রদান করা হয়। 

পুরস্কারটি আরো পেয়েছেন কিশোর বাংলা সম্পাদক আহেমদ রিয়াজ, নাসির উদ্দিন তুসি, সাখাওয়াৎ মজুমদার, সুলতানা লাবু, পাপেন ত্রিপুরাসহ ১২ জন। 

শরীফ উদ্দিন সবুজের বই তিনটির নাম হচ্ছে, 'এক দুই সাড়ে তিন' (নারায়ণগঞ্জের আঞ্চলিক ভাষায় লেখা ছড়ার বই), 'যাদুর জোনাকি' ও 'নদীরে নদী'। 

পুরস্কার প্রদান করেন 'ইন্টারন্যাশনাল রিসার্চ এন্ড এক্সচেঞ্জেস বোর্ড' (ওজঊঢ) এর টেকনিক্যাল এডভাইজার জুয়েল টার্নার, সেভ দ্যা চিল্ড্রেন এর প্রজেক্ট ডিরেক্টর (ইজিই) শাহীন ইসলাম, সেভ দ্যা চিল্ড্রেন এর ম্যানেজার আইসিটি ও কমিউনিকেশন আজিজা মোহাম্মদ আজিজ।
 

এই বিভাগের আরো খবর