বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

সৃজন হাউজিংয়ের চেয়ারম্যান শিউলি ও জিএম আফরিনের জামিন মঞ্জুর

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সৃজন হাউজিংয়ের চেয়ারম্যান শিউলি তারেক ও জিএম আফরিন আক্তারকে একটি প্রতারণা মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত।


রোববার ( ১৫ সেপ্টেম্বর ) সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা মোহাম্মদ আনিসুর রহমানের আদালত এ জামিন মঞ্জুর করেন। ফতুল্লা থানা মামলা নং ১৩ (৯) ১৯ ও পিটিশন মামলা নং ১৭১/১৯।


এর আগে বৃহস্পতিবার ( ১২ সেপ্টেম্বর ) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।


গত রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে শহরের চাষাড়া বালুর মাঠ এলাকার লুৎফর রহমান খানের ছেলে নান্নু খানের দায়ের করা প্রতারণা মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।


শিউলী তারেক সৃজন হাউজিংয়ের এমডি দেলপাড়া টাগারপাড় এলাকার মৃত এম কে শোয়েবের ছেলে শামীম তারেকের স্ত্রী এবং অপরজন ওই প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার আফরিন আক্তার।


উল্লেখ্য অভিযোগ উঠেছে জমি নেই, তারপরও ভূয়া জমি দেখিয়ে অসংখ্য মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে সৃজন হাউজিংয়ের ওই প্রতারক চক্রটি। তাদের মধ্যে পাঁচজন হলেন বাদীসহ সুলতান মাঝি, শাহ জালাল গোলদার, আক্কাস এবং সাইফুল ইসলাম। প্রতারণার মাধ্যমে তাদের কাছ থেকে ২৭ লাখ ৪৯ হাজার ৯৮০ টাকা হাতিয়ে নিয়েছে ওই চক্রটি।


প্রসঙ্গত, ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করে মোশারফ হোসেন নামে এক ব্যক্তিকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে দায়ের করা একটি মামলায় ২০১৭ সালের ১৬ নভেম্বর ফতুল্লা মডেল থানা পুলিশ শামীম তারেককে গ্রেফতার করেছিলো। তার বিরুদ্ধে ভূমিদস্যূতারও অভিযোগ রয়েছে।

এই বিভাগের আরো খবর