শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

সিদ্ধিরগঞ্জে হুমকির মুখে ৪০ হাজার শিক্ষার্থী 

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১ মে ২০২০  

সিদ্ধিরগঞ্জে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালক ঐক্য পরিষদের দ্বিতীয় মতবিনিময় সভা সোমবার দুপুরে আদমজীর কদমতলী দশতলা এলাকায় অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালক ঐক্য পরিষদের সভাপতি মো. মজিবুর রহমানের সভাপতিত্বে ও শাহিনূর আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালক মো. আরিফ হোসেন ঢালীর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক ও মানবাধিকারকর্মী বিল্লাল হোসেন রবিন। সভায় সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকার ৫২টি বিদ্যালয়ের পরিচালক ও প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তারা বলেন, করোনাভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছে সিদ্ধিরগঞ্জের  বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে কিন্ডারগার্টেন পরিচালকরা। প্রায় দুই মাস স্কুল বন্ধ থাকায় আর্থিক সংকটে পড়েছেন তারা। স্কুল ভবনের ভাড়া, শিক্ষকদের বেতন নিয়ে দু:চিন্তা দেখা দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালকদের মধ্যে। স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীদের বেতনও বন্ধ। অথচ এই বেতন দিয়ে স্কুলের আনুষাঙ্গিক খরচ ও শিক্ষকদের বেতন পরিশোধ করা হয়। এমন অবস্থায় সেপ্টম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আর্থিক সংকটের কারণে হয়তো চিরতরে বন্ধ হয়ে যাবে। এতে শিক্ষাজীবন হুমকির মুখে পড়বে হাজার হাজার কোমলমতির শিক্ষার্থীর। অপরদিকে বেকার হয়ে যাবে এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-শিক্ষিকারা। ইতিমধ্যে সামান্য বেতনে চাকরী করা অনেক শিক্ষক পরিবার নিয়ে মানবেতন জীবন-যাপন করছেন।

 

বক্তারা আরও বলেন, সিদ্ধিরগঞ্জে ১৬২টি কিন্ডারগার্টেন এর মধ্যে ১৪৫টি চালু রয়েছে। যদিও করোনার কারণে এখন সব বন্ধ। এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৩৫ থেকে ৪০ হাজার শিক্ষার্থী রয়েছে। এর সঙ্গে জড়িয়ে আছে ১হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০ শিক্ষক-শিক্ষিকা। এমতাব্যবস্থায় সরকারি সহযোগিতা বা অনুদান না জরুরি হয়ে পড়েছে স্কুলগুলোর জন্য। না হলে ধীরে ধীরে ভেঙ্গে পড়বে সিদ্ধিরগঞ্জে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থা।

 

মতবিনিময় সভায় উপস্থিত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা হলেন, শিশু কানন হাইস্কুলের মজিবুর রহমান, শাহীনুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মো.আরিফ হোসেন ঢালী, জ্ঞানের আলো স্কুলের মো. সাইফুল ইসলাম, শাহীন কিন্ডার গার্টেনের  এ কে এম নেজাম উদ্দিন, রসুলবাগ মডেল হাইস্কুলের মো. নুরদ্দিন, আল-হেরা ইন্টারন্যাশনাল স্কুল, আব্দুল অদুদ, বদরুন্নেসা আইডিয়াল স্কুলের মো. আজহারুল ইসলাম, বিজয় আইডিয়াল হাইস্কুলের এস এম বিজয়, নাহার এইচ আইডিয়াল স্কুলের মো. হাফিজুর রহমান, এ টু জেড ইসলামিক একাডেমীর মো. ইমরান হোসাইন, এ্যাকুরেট প্রি-ক্যাডেট স্কুলের মো. আলমগীর হোসেন, চাইন্ড কেয়ার স্কুলের মো. নুরুল আমিন, ডিএনডি অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের নাজমা আক্তার, বর্ণমালা একাডেমির খোরশেদ আলম, হাজী অকিল উদ্দিন ভুইয়া মডেল স্কুলের মো. মাহবুব হাসান, হাজী আব্দুল জাব্বার ইসলামিক স্কুলের মো. বিল্লাল হোসেন, সানরাইজ মডেল হাই স্কুলেল মো. আব্দুল জলিল, মারজান কিন্ডারগার্টেন স্কুলেল মো. আলমগীর হোসেন, মা আমেনা মেমোরিয়াল স্কুলের মো. জাহাঙ্গীর আলম, মুন মুন ক্যাডেট স্কুলের শাহীন, ব্রাইট স্টার প্রি-ক্যাডেট স্কুলের মো. খোরশেদ আলম, ক্যাপিটাল আইডিয়াল স্কুলের নাজমা বেগম, রসুলবাগ আইডিয়াল স্কুলের নাঈমা ইয়াসমীন, শাহীন মডেল স্কুলের মো. শামীম খান, মার্জিয়া মডেল স্কুল এন্ড কলেজের মো. মামুনুর রশিদ, মিজিমিজি আইডিয়াল পাবলিক হাইস্কুলের মো. নাসির উদ্দিন, ড্রীমল্যান্ড মডেল স্কুলের মো. আরিফ হোসেন, ব্রাইট মুন মডেল স্কুলের মো. রাকিবুল ইসলাম, মাদানী নগর আইডিয়াল স্কুলের মো. তরিকুল হক, ভিক্টোরিয়া ইন্টারন্যাশনাল স্কুলের মো. ওমর ফারুক, আল হেরা মডেল একাডেমির মমতাজ আক্তার, আল বালাগ আদর্শ একাডেমীর মো. মিলন হোসেন, আদমজী উম্মুল ক্বোরা হাইস্কুলের হাকিম জয়নুল আবেদীন, বি কে চাইন্ড স্কুলের মো. বাবুল খন্দকার, মুক্তিনগর নব উচ্ছাস মডেল স্কুলের সালমা পারভীন পলি, নাছিমা আক্তার নীলা, গ্রীণলীপ ইসলামিক মডেল স্কুলের নুরুন্নাহার লিপি, মিজিমিজি ব্রাইট মুন মডেল স্কুলের রওশন কবীর চৌধুরী, গ্রীণলীফ ইসলামিক মডেল স্কুলের আমেনা আক্তার, হাজী ফজলুল হক মডেল হাইস্কুলের মো. সফিউর রহমান, ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের মো. সাহিদুর রহমান, আয়েশা খাতুন মডেল স্কুলের এস এম আলামিন, ফুলজান আদর্শ স্কুলের জিএম সোলায়মান, আদর্শ ইসামিক মডেল স্কুলের মো. জসিম উদ্দিন, হাজী আবেদ আলী আইডিয়াল স্কুলের মো. মোশাররফ হোসেন, আদমজী নগর আদর্শ একাডেমীর মো. মামুন খান, রমিজ উদ্দিন ভুইয়া মডেল হাইস্কুলের মো. আশিকুর রহমান ও মো. জামান মিয়া, পিএম একাডেমী স্কুলের মো. নাজমুল ইসলাম, মাদার কেয়ার প্রি-ক্যাডেট স্কুলের মো. জয়নাল আবেদীন, হলি চাইন্ড জুনিয়র স্কুলের নাসির বিন হানিফ, এডুকেশন মডেল হাইস্কুলের মো. সোহেল, আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলের নুর জাহান সুলতানা প্রমুখ।

এই বিভাগের আরো খবর