বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১’র অভিযানে ভুয়া ডাক্তার ধরা

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এমবিবিএস ডাক্তার পরিচয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা দিয়ে আসছেন এএম ফরিদ।

 

এমন অভিযোগের ভিত্তিতে বুধবার (১১ ডিসেম্বর) রাতে উপজেলার মিজমিজি টিসিরোড ইউরো টাওয়ারে অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব। পরে তথ্য যাচাইবাচাই শেষে সত্যতা নিশ্চিত হয়ে তার বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি প্রতারণা মামলা দায়ের করে।


এ বিষয়ে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন বলেন, ‘এমএম ফরিদ আহমেদ সেনাবাহিনীর মেকানিক্যাল এবং ট্রান্সপোর্ট বিভাগে কর্মরত ছিলেন। 

 

সে দীর্ঘদিন ধরে সে নিজেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে বিভিন্ন ক্লিনিক ও তার ব্যক্তিগত ফার্মেসিতে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা পেয়ে তাকে করা হয়। 
 

এই বিভাগের আরো খবর