শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

সিদ্ধিরগঞ্জে খাদ্যসামগ্রী বিতরণ করলেন ওসি কামরুল ফারুক

প্রকাশিত: ১ এপ্রিল ২০২০  

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : অন্ধকার রাত। চারদিকে শুনশান নীরবতা। বন্ধ দোকানপাট। হঠাৎই গাড়ির আওয়াজ। দরজা ঠকঠক করছে। দরজা খুলতেই বলে উঠলেন ওসি সাহেব এসেছে আপনার জন্য খাদ্য সামগ্রী নিয়ে। এ যেন অন্ধকারের মাঝে একজন আলোর ফেরিওয়ালা। খাবার গ্রহণ করে বৃদ্ধা বললেন আল্লাহ আপনার মঙ্গল করুন। বলছিলাম সিদ্ধিরগঞ্জের আজিবপুর রেল লাইন এলাকায় বসবাসরত অসহায় এক মায়ের কথা।


মঙ্গলবার (৩১ মার্চ) মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি, কদমতলী, সিদ্ধিরগঞ্জ পুল, আজিবপুর রেললাইন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমড়াইল মোড় এলাকায় প্রায় ৮০ জন অসহায়, দুস্থ, অন্ধ, প্রতিবন্ধীর মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মে. কামরুল ফারুক। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, আলু, পেঁয়াজ ও সাবান। 


একজন রিক্সাওয়ালা পাশ থেকে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ কয়েকদিন ধরে ভাড়া মারতে পারিনা। পকেটেও টাকা নেই। ওসি সাহেবের এই খাবার অনেকটাই মাথা থেকে বোঝা কমিয়ে দিলো। 


জানাগেছে, করোনা ভাইরাসে সচেতনায় ইতিমধ্যেই পুরো থানা এলাকায় মাইকিং থেকে শুরু করে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করেছেন ওসি কামরুল ফারুক। করোনা ঝুঁকি এড়াতে থানার মুলফটকে বেসিনসহ সাবানের ব্যবস্থা রয়েছে। থানায় প্রবেশের আগেই যেন সকলেই ভালো করে হাত ধুতে পারে। এছাড়াও কামরুল ফারুকের নেতৃত্বে কারোনা সচেতনতায় মাঠ পর্যায়ে কাজ করছেন থানার বিশেষ টিম। যারা পাড়া মহল্লায় সরকারের নির্দেশ মেনে সকলকে সচেতন হয়ে-বাসায় থাকার পরামর্শ দিচ্ছেন। এছাড়া সকল প্রকার সেবামূলক কাজে সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন। 


এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, প্রথম পর্যায়ে অসহায় মানুষের জন্য সামান্য কিছু করেছি। মহান আল্লাহ তায়ালা যদি সামর্থ্য দান করেন আগামীতে আরো ভালো কিছু করার পরিকল্পনা রয়েছে। 


খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, পরিদর্শক (অপারেশন) মো.রুবেল হাওলাদার, সহকারী পরিদর্শক (এএসআই) হেমায়েত উদ্দিন, মো.হুমায়ুন, দৈনিক নবচেতনার নারায়ণগঞ্জ প্রতিনিধি মো.আল আমিন, বাংলা টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার বাবলু, দৈনিক আমাদের সময়ের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ইমরান আলী সজিব, দৈনিক স্বাধীন বাংলাদেশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মো. সোহেল রানা, আলোকিত শীতলক্ষ্যার সম্পাদক তোফাজ্জল হোসেন মায়া, ফটো সাংবাদিক কাজী আলমাস, বাংলার চোখ এর সাংবাদিক শাহাদাৎ হোসেন, বাংলা টিভির ক্যামেরা পার্সন সারোয়ার হোসেন জীবন প্রমুখ।

এই বিভাগের আরো খবর