শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে অসহায় পরিবারের মুখে হাসি ফুটালেন এড. সাখাওয়াত

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১ মে ২০২০  

প্রাণঘাতী মহামারি করোনাভাইরাস প্রাদর্ভাবের কারণে প্রায় দুই মাসের বেশি সময় ধরে কর্মহীন সকল শ্রেণি পেশার মানুষ। এতে সবচেয়ে বেশি বিপদগ্রস্থ অবস্থায় রয়েছে গরীব অসহায় দুস্থ দিনমজুর খেটে খাওয়া পরিবারগুলো। এমন পরিস্থিতিতে আসন্ন ঈদ উল ফিতর। ফলে বিপদগ্রস্থ পরিবারগুলোর কষ্ট যেনো আরও বেড়ে গেল কয়েকগুণ।


নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জে ৮নং ওয়ার্ডের এমন ১ হাজার ২০০ গরীব পরিবারের মুখে হাসি ফুটিয়েছেন নারায়ণগঞ্জের আইনজীবী নেতা ও মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি এড. সাখাওয়াত হোসেন খান।


বৃহস্পতিবার (২১ মে) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের দক্ষিণ এনায়েতনগর এলাকায় মহানগর তাঁতীদলের উদ্যোগে মহানগর তাঁতীদরের যুগ্ম আহ্বায়ক এন.আর.বি মামুনের সার্বিক তত্ত্বাবধানে এ ঈদ উপহারসামগ্রী বিতরণ করেন এড. সাখাওয়াত হোসেন খান।


এসময় এড. সাখাওয়াত হোসেন খান বলেন, বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসের কারণে সারাদেশের মানুষ আজকে বিপদগ্রস্থ। সবচেয়ে বেশি বিপদের মধ্যে রয়েছেন খেটে খাওয়া মানুষগুলো। মূলত যারা গরীব অসহায় তারা সরকারের ত্রাণ সঠিকভাবে পাচ্ছেনা। সরকারের অব্যবস্থাপনার কারনে অসহায় মানুষের ত্রাণ চলে যাচ্ছে দূষ্কৃতিকারীদের হাতে।


তিনি মানুষকে আশ্বাস দিয়ে বলেন, আপনারা ভয় পাবেন না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে জিয়াউর রহমানের দল বিএনপি আপনাদের পাশে আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা জনগণের পাশেই আছি। যতদিন বাঁচি ততদিন আপনাদের পাশেই থাকবো।


বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের যাদের সামর্থ আছে আপনাদের সামর্থ অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁড়ান। সেই সঙ্গে দলের যেসব নেতাকর্মীরা সমস্যায় রয়েছেন তার খোঁজখবরও নিন। অনেক নেতাকর্মী আছেন যারা মুখলজ্জায় বলতে পারছেন না। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আমাদের সামর্থ অনুযায়ী আপনাদের পাশে দাঁড়াবো।


ঈদ উপহারসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহসভাপতি মনির হোসেন খান, কেন্দ্রীয় ছাত্রদলের ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি শেখ মশিউর রহমান রনি, জেলা যুবদলের সহসভাপতি পারভেজ মল্লিক, জেলা জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের সেক্রেটারি আতা-ই-রাব্বি, মহানগর তাঁতী দলের আহ্বায়ক মীর আলমগীর, সদস্য সচিব ইকবাল হোসেন, যুগ্ম আহ্বায়ক অপু রহমান, আবদুর রাজ্জাক, কাজী খোকন, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের আহ্বায়ক সৈয়দ তাইজুল ইসলাম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য নূর আহমেদ ভূঁইয়া সোহেল, মহানগর যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ ভূঁইয়া সুমন প্রমুখ। 

এই বিভাগের আরো খবর