বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের কর্মী সভায় খালেদা জিয়ার জন্য দোয়া

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার করিম মার্কেটে এই মাহফিল কর্মী সভা অনুষ্ঠিত হয়। 


এতে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, দলের কঠিন সময়ে যুবদলকে দায়িত্ব নিতে হবে। নারায়ণগঞ্জ মহানগর যুবদল অন্যান্য সংগঠন থেকে ব্যতিক্রম হতে চায়। আগামী দিনে রাজপথের আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নারায়ণগঞ্জ মহানগর যুবদল। 


আপনারা সকলেই নির্ভয়ে রাজনীতি করবেন। আপনাদেরকে হেফাজত করার দায়িত্ব আমাদের। দলে অনেকেই সমকক্ষ থাকতে পারেন। এইজন্য সবাইকে দায়িত্ব দেয়া সম্ভব নয়। দায়িত্ব বন্টনের ক্ষেত্রে কোন ভুল হয়ে থাকলে আমাদেরকে ক্ষমা করবেন। 


তিনি আরও বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বৃদ্ধ বয়সে কারাবরণ করছেন। বর্তমান সরকার মিথ্যা মামলায় জেলে পাঠিয়ে বেগম জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে। দেশনেত্রী খালেদা জিয়া নিজের জীবনকে বাজি রেখে দেশের মানুষের কল্যাণের জন্য কারাবরণ করছেন। 


তাকে আন্দোলনের মাধ্যমে মুক্ত করতে হবে। আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে নারায়ণগঞ্জ মহানগর যুবদলকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। সকল কর্মসূচিতেই আপনারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। 


নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তুর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি জুয়েল প্রধান, জুয়েল রানা, আমির হোসেন, রিটন দে, গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারন সম্পাদক আলী নওশাদ তুষার, ইকবাল হোসেন, আল-আমিন খান, মঞ্জুরুল আলম মুসা, মোকতার ভূইয়া, সোহেল খান বাবু, মিজানুর রহমান, শেখ মোঃ অপু, সহ-সাধারন সম্পাদক শহীদুল ইসলাম, ফয়সাল মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, সহ-কোষাধ্যক্ষ রুবেল হোসেন, সহ-দপ্তর সম্পাদক সোহেল মাহমুদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান বাহার, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ তৈয়ম সহ সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের ১০ টি ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।  


সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তু বলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদল সু-শৃঙ্খল ও শক্তিশালী দল। অতীতের সকল আন্দোলন সংগ্রামে নারায়ণগঞ্জ মহানগর যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আপনারা কেউ ধৈর্যহারা হয়েন না। দলের প্রতি ত্যাগ অনুযায়ী সকলকেই মূল্যায়ণ করা হবে। রাজপথের নেতার্মীদেরকেই মূল্যায়ণ করা হবে। কেউ ভুল বুঝবেন না। সকল দিক বিবেচনা করে থানা কমিটি দেয়া হবে। 
 

এই বিভাগের আরো খবর