শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

সাহিত্য পত্রিকা ‘ধ্রুব’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগে চিন্তা ২৪) : সৃজনশীল সাহিত্য পত্রিকা ‘ধ্রুব’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) রাতে চাষাঢ়ায় এ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।


ধ্রুব সাহিত্য পত্রের সম্পাদক আবু রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক মুজিবুল হক কবীর। বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক মুক্ত আওয়াজ পত্রিকার সম্পাদক ও প্রকাশনক এ এস এম এনামুল হক প্রিন্স, কবি ও সাংবাদিক জাহাঙ্গীর ডালিম, সমাজ সেবক মো.হেলাল উদ্দিন প্রমুখ। 


ধ্রুব নভেম্বর’ ১৯ সংখ্যায় যাদের লেখায় সমৃদ্ধ হয়েছে তারা হলেন- মুজিবুল হক কবীর, আমজাদ হোসেন, রমজান বিন মোজাম্মেল, এএসএম এনামুল হক প্রিন্স, জাহাঙ্গীর ডালিম, মৃত্যুঞ্জয় দত্ত, রাকিবুল রকি, এফএম সাদিয়া, হ্যাপি আক্তার, আব্দুর রহিম, ডা.মোনতাছির আহমেদ, মোহাম্মদ মিজানুর রহমান, ওসমান গণি, নাহিদা উর্মি লিজা, শফিক হাসান, শাহ মো.মিনহাজুল আবেদীন, অধ্যাপক নুরুজ্জামান মুসাফির, আবদুল্লাহ আল মামুন, মো.রফিকুল ইসলাম, তামান্না আক্তার বন্যা, মাইশা জাফরিন মাহি, আবদুল্লাহ আল ফাহিম, মারিয়া আক্তার, রুবাইয়া তাসমিয়া, নওশিন অর্পি প্রমুখ। 


লতি সংখ্যায় ৩৪টি লেখা স্থান পায়। সাহিত্য পত্রিকাটি মোহাম্মদপুর ঢাকা থেকে প্রকাশিত হচ্ছে। প্রচ্ছদ চার রঙের ম্যগাজিন সাইজ ৩২ পৃষ্ঠায় সমৃদ্ধ হয়েছে। প্রবন্ধ, গল্প, ছড়া, ভ্রমণ, মুক্তমত. ইতিহাস, ঐতিহ্য, সাক্ষাৎকার, রম্যরচনা পর্যালোচনা বিষয়বস্তু স্থান পায়।