শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

সালমানকে নাচ শেখাতে গিয়ে কেঁদে পালিয়েছেন ফারাহ !

প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯  

বিনোদন রিপোর্ট (যুগের চিন্তা ২৪) : বলিউডের তারকা নির্মাতা ফারাহ খান। তবে সিনেমা পরিচালনার আগে কোরিওগ্রাফার হিসেবে বলিউডে ক্যারিয়ার শুরু করেন তিনি। এবার একটি অনুষ্ঠানে নিজের পুরনো কিছু অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন ফারাহ।

 

জনপ্রিয় নাচের রিয়েলিটি শো ‘সুপার ড্যান্সার থ্রি’ তে দেখা গেছে ফারাহকে। তৃতীয় মৌসুমের ওই পর্বটি ছিল সম্পূর্ণ বিনোদনধর্মী ‘গুরু-শিষ্য পর্ব’। শো’র বিচারক, নির্মাতা অনুরাগ বসু ফারাহ খানকে জিজ্ঞেস করেন, কাকে নাচ শেখানো তাঁর পক্ষে কঠিন ছিল। উত্তরে সালমান ও জ্যাকির নাম নেন ফারাহ।

 

ব্লকবাস্টার ‘কাভি খুশি কাভি গম’ সিনেমার কোরিওগ্রাফার ছিলেন ফারাহ খান। সেটের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘জ্যাকি শ্রফকে নাচ শেখানো খুব কঠিন ছিল।’


 দুষ্টুমি করে ফারাহ বলেন, মনে হচ্ছিল তাঁর ক্যারিয়ার শেষ হয়ে যাবে, কারণ ওই ছবির আগে একটি গানের জন্য জ্যাকি শ্রফ, অনিল কাপুর ও পূজা ভাটকে নাচ শেখানোর দায়িত্ব পড়েছিল তাঁর ওপর। তখন জ্যাকি একটি কথা বলেছিলেন ফারাহকে। সেটিও শোনান তিনি। জ্যাকির কণ্ঠ নকল করে ফারাহ বলেন, ‘দ্যাখো, আমি শুধু ঠোঁট নাড়াতে অথবা পা মেলাতে পারি। একসঙ্গে দুটো করতে পারি না।’

 

বলিউড ভাইজানের গল্প শেয়ার করে ফারাহ খান বলেন, সালমান খানের প্রথম স্ক্রিন টেস্ট চলাকালে তাঁকে নাচ শেখানোর দায়িত্ব পড়েছিল আমার ওপর। কিন্তু নাচ শেখাতে পারেননি। বরং দৌড়ে পালিয়েছিলাম। সত্যি বলছি, চার ঘণ্টা পর আমি কেঁদে দৌড় দিয়েছিলাম। বলেছিলাম, ‘কেউ তোমাকে নাচ শেখাতে পারবে না। তুমি কিচ্ছু জানো না।’

 

যখন জানলাম, ‘ম্যায়নে পেয়ার কিয়া’র নির্মাতারা সালমানকে নির্বাচন করেছে, আমি হতবাক হয়ে গিয়েছিলাম। ছবিটি বের হওয়ার পর যখন দেখলাম, আরো হতবাক হয়েছিলাম কী ভালোই না নেচেছে।’

এই বিভাগের আরো খবর