শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদার পিতা নজরুল মহাজন আর নেই

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২০  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বন্দর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এড.মাহমুদা আক্তারের পিতা মো. নজরুল(৫৮) আর নেই। ইন্নালিল্লাহে  ওয়া ইন্না ইলাইহে রাজিউন।

 

সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকা সোহরোওয়ার্দী হাসপাতালে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২  ছেলে  ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। 

 

মরহুম নজরুল বন্দর শাহী মসজিদ এলাকার মৃত আক্কাছ প্রধানের ছেলে। জীবদ্দশায় তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। পাশাপাশি শাহী মসজিদ পঞ্চায়েত কমিটির সদস্য ছিলেন। তিনি দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। মঙ্গলবার ৭ এপ্রিল সকাল ১০টায় বন্দর শাহী মসজিদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠে নামাজের জানাজা শেষে হাফেজীবাগ কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

 

নামাজের জানাজায় অংশ নেন জেলা জাতীয় পার্টির সভাপতি আবুল জাহের, নাসিক ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, বীরমুক্তিযোদ্ধা নাজিম মাষ্টার, বাদশা মিয়া, ফিরোজ মেম্বার, বন্দর থানা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আরিফ, ২১নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন, বাবুল কন্ট্রাক্টর, শাহী মসজিদ পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, হাফেজীবাগ পঞ্চায়েত কমিটির সভাপতি আবুল খায়ের, আমরা মুক্তিযোদ্ধার সন্তান বন্দর থানা শাখার সভাপতি শেখ কামাল, বন্দর থানা ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মাঈনুদ্দিন মাঈনু প্রমূখ। 
 

এই বিভাগের আরো খবর