শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

সাবেক এমপি আবুল কালামের পক্ষে দুই হাসপাতালে আশার ‘পিপিই’ বিতরণ 

প্রকাশিত: ১ এপ্রিল ২০২০  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বৈশ্বিক মহামারী কোভিড-১৯ প্রতিরোধে সাবেক এমপি ও মহানগর বিএনপির সভাপতি  এড.আবুল কালামের পক্ষে খানপুর ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক এবং নার্স ও ওয়ার্ড বয়দের মাঝে পার্সোনাল প্রোটেক্ট ইকুইপমেন্ট(পিপিই) বিতরণ করা হয়েছে। 

 

বুধবার (১ এপ্রিল) দুপুর ২ টায় দুই হাসপাতালের চিকিৎসক, নার্স ও ওয়ার্ড বয়ের হাতে  পিপিই তুলে দেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশা।

 

বিতরণকালে আবুল কাউছার আশা বলেন, যারা নিরলস পরিশ্রম করে সাধারণ মানুষকে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন তাদের করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি রয়েছে। দুঃখজনক হলেও সত্য বাংলাদেশে করোনার চিকিৎসা দিতে গিয়ে দুইজন ডাক্তার আক্রান্ত হয়েছে। তাই সাবেক সাংসদ  এড.আবুল কালাম চিকিৎসকদের জন্য এ উদ্যোগ গ্রহণ করেছেন। যাতে করে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতাল ও নারায়ণগঞ্জ ১শ শয্যা বিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের চিকিৎসক, নার্স ও বয়রা যাতে করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকে।

এই বিভাগের আরো খবর