বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

সানারপাড় স্কুলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

প্রকাশিত: ১৭ মার্চ ২০১৯  

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জের সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৯’তম জন্মবার্ষিকী ও শিশু কিশোর দিবস পালিত হয়েছে। রোববার সকালে সানারপাড় স্কুলে আনন্দ র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ কেক কাটার মাধ্যমে এ জন্ম দিবস পালন করা হয়।  


সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সানারপাড় স্কুলের অভিভাবক প্রতিনিধির সভাপতি ও শেখ মোরতোজা আলীর সহর্ধমিনী রওশনারা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধির সদস্য হাজী ফারুকুল ইসলাম, স্কুলের সাবেক অভিভাবক প্রতিনিধির সদস্য সামসুল আলম। 


এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামিম হাসান ও দিলরুবা খাতুনসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক জহিরুল হক। অনুষ্ঠানটি পরিচালনা করেন, সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম।
 

এই বিভাগের আরো খবর