শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

সাজাপ্রাপ্ত আসামী আনিসুর রহমান বাবু অধরা

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সদর থানায় দায়েরকৃত একটি প্রতারনার মামলায় নগরীরর তল্লা এলাকার মৃত হোসেন আলীর পুত্র আনিসুর রহমান বাবুর ১ বছরের কারাদন্ড হলেও ৬ মাসে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে পুলিশের কর্মকান্ড নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন এলাকাবাসীসহ মামলার বাদি মুরাদ হোসেন বাদল। 


এদিকে বাবু গ্রেফতার না হওয়ায় আদালতের রায় অনুসারে বাদীর পাওনা ১৭ লাখ ৫০ হাজার টাকাও আদায় হচ্ছে না। ভুক্তভোগী বাদী মুরাদ হোসেন বাদল অতি সত্বর পলাতক আসামী বাবুকে গ্রেফতারের জোর দাবী জানান।


মামলার বিবরনে জানা যায়, ব্যবসায়ীক হিসাব নিকাশে বাবুর কাছ থেকে মুরাদ হোসেন বাদল ১৭ লাখ ৫০ হাজার টাকা পাওনা হয়। দীর্ঘদিন ধরে টাকা না দিয়ে টালবাহানা করায় বাদী নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার শুনানী শেষে বিচারক চলতি বছরের ১৯ জুলাই রায় প্রদান করেন। 


রায়ে আসামী আনিসুর রহমান বাবুর ১ বছরের কারাদন্ড এবং বাদীর পাওনা ১৭ লাখ ৫০ হাজার টাকা প্রদানের নির্দেশ দেন। 
এ বিষয়ে জানতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) জয়নাল আবেদীনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ মামলায় আসামীর ওয়ারেন্ট হয়েছে কিনা বলতে পারছি না তবে খোঁজ নিয়ে দেখছি। ওয়ারেন্ট হয়ে থাকলে দ্রুত গ্রেফতারের চেষ্টা করবো।
 

এই বিভাগের আরো খবর