শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

সাংবাদিকের উপর হামলার ঘটনায় বন্দর প্রেসক্লাবের নিন্দা

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২০  

বন্দর (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জের ৩ সাংবাদিকের উপর নেক্কার জনক সন্ত্রাসী হামলার ঘটনায় র্তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বন্দর প্রেসক্লাব নেতৃবৃন্দ। 

গত ১৬ জানুয়ারী বৃহস্পতিবার বন্দর প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন কমল খান ও সাধারন সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী এক বিবৃতি মাধ্যমে সন্ত্রাসী হামলার ঘটনার ঘটনার র্তীব্র নিন্দা জ্ঞাপন করেন। 

সে সাথে সন্ত্রাসী হামলার ঘটনার র্তীব্র  ক্ষোভ প্রকাশ করেন। বন্দর প্রেসক্লাব নেতৃবৃন্দ এক বিবৃতির মাধ্যমে জানান, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হচ্ছে। কিন্তু নির্যাতিত সাংবাদিকরা এর কোন প্রতিকার পাচ্ছে না। 

এভাবে চলতে দেওয়া যায়না। আমরা হামলাকারি ও ইন্ধানদাতাদের দ্রুত গ্রেপ্তারসহ এর দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানাচ্ছি।  

উল্লেখ্য গত ১৪ জানুয়ারী মঙ্গলবার বিকেলে সংবাদ সংগ্রহ করার উদ্দেশ্যে সোনারগাঁ এলাকায় যাত্রাপথে সাংবাদিক সৈয়দ সিফাত রহমান লিংকন, ফটো সাংবাদিক জামাল তালুকদার ও জনতার কাগজের সম্পাদক মিজানুর রহমান সন্ত্রাসী হামলার শিকার হন।  
 

এই বিভাগের আরো খবর