শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

সরকারি ইমেল ও ফেসবুক সরকারি কাজে ব্যবহার করবেন : ডিসি জসিম

প্রকাশিত: ২৫ জুন ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : জেলার নবাগত জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, নিজ নিজ দায়িত্ব নিয়ে আপনার কাজটি আপনি সম্পূর্ণ করবেন। আপনাদের কর্মক্ষেত্রে সব সময় খেয়াল রাখবেন যাতে আপনার কাজের দ্বারা অন্যের ক্ষতি না হয়। কাজের ক্ষেত্রে সরকারি ইমেল ও ফেসবুক শুধু সরকারি কাজে ব্যবহার করবেন। ইমেল বা ফেসবুকে নিজের ছবি আপ করবেন না। কোন কিছু পোস্ট করার আগে বুঝে শুনে পোস্ট করবেন। যেন আপনার কাজের জন্য কোন প্রশ্নের সম্মুখীন হতে না হয়।

 

মঙ্গলবার (২৫ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে জেলা প্রশাসক জসিম উদ্দিন এসব কথা বলেন। 

 

জেলা প্রশাসক মো.জসিম উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সুবাস চন্দ্র সাহা, সিভিল সার্জন ডা. মো. ইমতিয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম বিল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেহেনা আকতার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, বন্দর উপজেলা চেয়ারম্যান পিন্টু বেপারী, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার, জেলা তথ্য অফিসার সিরাজউদৌলা, উপজেলা শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর