শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

সমুদ্র দর্শন

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৯  

তুমি একাই সমুদ্র দেখে এলে

 

অথচ কথা ছিলো সমুদ্রের নোনাজলে পা ভিজিয়ে 
একটি পূর্ণিমার রাত নিয়ে যাবে ভোরের দ্বারপ্রান্তে
আমার সপ্নের দ্বীপাবলী
তোমার মুখের কাছে তুলে ধরবো 
তুমি হাসবে কেবল হাসবে
তোমার হাস্যোজ্জ্বল পবিত্র সে মুখ 
                          আমি দেখবো
একটি পলকও পড়বেনা চোখে।

 

গোলগাল চাঁদ আঁকা সেই সমুদ্র সৈকতে 
আমার কাঁধে তোমার মাথা রাখবে  
তোমার কালো চুলের ঢেউ 
উপচে পড়বে আমার পিঠে
আমি পাব তোমার নিঃশ্বাসের উষ্ণতা, সকটুকু।

 

আর 
অবিশ্রান্ত সমুদ্রের সমুদ্রের শরীর ছুঁয়ে 
তুমি আমি হয়ে উঠবো পৃথিবীর একমাত্র মানব-মানবী।

 

তুমি একাই সমুদ্র দেখে এলে
অথচ কথা ছিলো
          জ্যোৎস্নার আবির গায়ে মেখে
          আমরা যুগল সমুদ্র স্নানে যাব।


রাকিবুল রকি