শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

সমগীতের গানের আসর ‘গানে প্রাণে’ অনুষ্ঠিত

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২০  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : স্থানের অভাবে দীর্ঘ বিরতির পর আবার নতুন উদ্যোমে শুরু হলো সমগীত নারায়ণগঞ্জ শাখার নিয়মিত গানের আসর ‘গানে প্রাণে’।

 

শনিবার (১৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের এক্সপেরিমেন্টাল হলে এ সঙ্গীত আসরের আয়োজন করা হয়।

 

এবারের আয়োজনে গান পরিবেশন করেন-শিল্পী ইকবাল সুমন, আহমেদ বাবলু, অমল আকাশ, বীথি ঘোষ, বিজন দাস, শহীদুল ইসলাম শিশির, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ নারায়ণগঞ্জ, উঠান গানের দল এবং সমগীত নারায়ণগঞ্জ।

 

গানে-প্রাণের সমন্বয়ক আহমেদ বাবলুর সঞ্চালনায় কথা বলেন, নারায়ণগঞ্জ জেলা খেলাঘর সভাপতি রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি কবি হালিম আজাদ, কবি আরিফ বুলবুল, সংগীত সংগঠক অসিত কুমার, চলচ্চিত্র নির্মাতা নুরুজ্জামান ডালিম ও সমগীত কেন্দ্রীয় সহসভাপতি দিনা তাজরিন। 

 

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি প্রদীপ ঘোষ বাবু, সাবেক সহসভাপতি ফাহমিদা আজাদ, সহসভাপতি মনি সুপান্থ, প্রথম আলো বন্ধুসভা নারায়ণগঞ্জের সাধারণ সম্পাদক উজ্জ্বল উচ্ছ্বাস, যুগ্ম সম্পাদক মিরাজ রেজাসহ নারারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও প্রগতিশীল রাজনৈতিক সংগঠনের সদস্যবৃন্দ।

এই বিভাগের আরো খবর