মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪   চৈত্র ৫ ১৪৩০

সব সরকারি অফিস ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ

প্রকাশিত: ২৩ মার্চ ২০২০  

ডেস্ক রিপোর্ট : আগামী ৪ এপ্রিল পর্যন্ত পুলিশ ও হাসপাতাল ছাড়া সব ধরনের সরকারি অফিস বন্ধ হতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী। 

তিনি বলেন, “বিকেল চারটায় মন্ত্রিপরিষদ সচিব এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত ঘোষণা দেবেন।”

প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুনভাবে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে আরও ছয়জন। 

সোমবার (২৩ মার্চ)  নিয়মিত এক সংবাদ সম্মেলনে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ তথ্য নিশ্চিত করেছে।

এছাড়া গত ৮ মার্চ থেকে সোমবার পর্যন্ত বাংলাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনে এবং সংক্রমণে সৃষ্ট রোগে মৃত্যু হয়েছে মোট তিনজনের। 

বৈশ্বিক মহামারিতে রূপ নেওয়া কোভিড-১৯ রোগে রবিবার (২২ মার্চ) বিশ্বে ১ হাজার ৬৩১ জন মানুষের মৃত্যু হয়েছে এবং এ সময়ে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৪৪০ জন। 

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ তথ্য জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে।

 

করোনাভাইরাসে বিশ্বে এখন মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৫৫৩ জন এবং মোট মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ১৪ হাজার ৬৫৪ জন।

(তথ্যসূত্র : ঢাকা ট্রিবিউন)

এই বিভাগের আরো খবর