শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

সন্ত্রাস, খুন, গুম, দুর্নীতির মোহে আচ্ছন্ন গোটা সমাজ: মাও. লোকমান

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৯  

যুগের চিন্তা ২৪ : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী বলেন, আজ স্বাধীনতার ৪৮টি বসন্ত অতিক্রান্ত হওয়ার পরও স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি জনগণ। সন্ত্রাস, খুন, গুম ও দুর্নীতির মোহে আচ্ছন্ন হয়ে আছে গোটা সমাজ। 

মজুতদারি, কালোবাজারী, সিন্ডিকেটের কারণে নিত্যপ্রয়োজনী দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রোধ করতে সক্ষম হয়নি সরকার। জুলুম, নির্যাতনের শিকার হচ্ছে মানুষ। ৩০ লক্ষ শহীদ তাদের বুকের তাজা রক্ত বিসর্জন দিয়ে পাকিস্তানী হানাদার বাহিনীর জুলুম নির্যাতনের কবল থেকে দেশকে রক্ষা করলেও বর্তমানে বিভিন্নভাবে জুলুমের শিকার হচ্ছে জনগণ।

শুক্রবার বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারয়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মুহা. নূর হোসাইন ও প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহা. বিলাল হোসাইন খান এর সঞ্চালনায় বিজয়ের মাস উপলক্ষে আলোচনা সভা ও শহীদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথা বলেন। 

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, নগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহা. ওমর ফারুক, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মুহা. বিল্লাল হোসেন, শহর শাখার সেক্রেটারি আ. রহমান রোমান, বন্দর থানার সাংগঠনিক সম্পাদক মুহা. ইমাম হোসেন, ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি গিয়াসুদ্দিন মুহাম্মাদ খালিদ, জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মুহা. মামুনুর রশিদ, ইশা ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সভাপতি শিব্বির আহমাদ প্রমুখ নেতৃবৃন্দ।
 

এই বিভাগের আরো খবর