বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কাজ করলে স্বার্থক হবে মুজিববর্ষ: এসপি

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২০  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেন, বঙ্গবন্ধু সর্বশ্রেষ্ঠ বাঙালি। আমরা দেশে ন্যায় প্রচেষ্ঠার সাথে কাজ করতে চাই। আমরা যে যেই পদে আছি সেখান থেকেই যদি সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কাজ করি জাতির পিতার আদর্শের বাংলাদেশ গড়তে পারব। 
সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কাজ করলেই সার্থক হবে মুজিব বর্ষ। নারায়ণগঞ্জের মানুষ সবসময় জাতির পিতার দিক নির্দেশনায় কাজ করে। নারায়ণগঞ্জের মানুষ স্বাধীনতার চেতনায় কাজ করে। 


শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসন কার্যালয়ের প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ক্ষণগণনার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 


এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জসিম উদ্দিন, র‌্যাব ১১ এর অধিনায়ক (সিও) ইমরান উল্লাহ সরকার, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা  আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, জেলার  সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ, পিপি ওয়াজেদ আলী খোকন, তোলারাম কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শিরিন আক্তার, জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল প্রমুখ।
 

এই বিভাগের আরো খবর