শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

সংকটকালে বিত্ত্ববানরা শ্রমজীবী, অভাবী মানুষের পাশে থাকুন : মন্টু

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২০  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : শ্রমিক নোতা মন্টু ঘোষ বলেছেন, সমগ্রবিশ্ব আজ করোনার ভয়াল থাবায় পর্যুদস্ত। শ্রমজীবী মানুষরা চড়ম সংকটকাল অতিবাহিত করছে। বিশেষকরে দিনমজুর, রিক্সা চালক, নির্মাণ শ্রমিক, হকার যারা প্রতিদিন আয়ের মাধ্যমে সংসার চলে ; তারা আজ গভীর সংকটে নিমজ্জিত। তাই জাতির এ সংকটকালে যার যার অবস্থান থেকে অভাবী মানুষের পাশে দাঁড়ান।

 

তিনি বলেন,  জাতি আজ গভির সংকটে তাই সবাইকে একসাথেই এর মোকাবেলা করতে হবে। ৭১ সালে আমরা দলমত নির্বিশেষে সকলে এক হয়েছিলাম। আসুন আজও আমরা একহয়ে এ ভয়াবহ মরণব্যাধি করোনাকে রুখে দেই।

 

সোমবার (৬ এপ্রিল) বেলা ২টায় প্যারাডাইজ কেবলসের শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল-১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু , ১ কেজি তেল  এবং ১ কেজি পেঁয়াজ।

 

এসময় উপস্থিত ছিলেন, শ্রমিকনেতা ইকবাল হোসেন, জাহাঙ্গীর আলম গোলক, প্যারাডাইজ কেবলসের সভাপতি মো. দেলোয়ার, সহসভাপতি মো. কাইয়ুম, সাধারণ সম্পাদক মো. রুবেল, সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ, অর্থসম্পাদক মো. ডালিম প্রমুখ।

এই বিভাগের আরো খবর