শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

শ্রীলংকান নাগরিকের গাড়িতে ডাকাতির মামলায় অমিত রিমান্ডে

প্রকাশিত: ১৮ জুন ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : আড়াই হাজারে শ্রীলঙ্কার নাগরিক চামিলা লিযাংগে (৩৫) এর গাড়ি রোধ করে ডাকাতির মামলায় আসামী অমিত (১৯) কে দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (১৮ জুন) সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন নাহার ইয়াসমিনের আদালতে ৫ দিনের রিমান্ড চাইলে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অমিত ব্রাম্মনবাড়িয়া থানার বাদুঘর এলাকার হানিফ মিয়ার ছেলে।

মামলার বিবরনে জানা যায়, শ্রীলঙ্কাকরা নাগরিক চামিলা লিযাংগে গত ২ মে রাত সোয়া ১০ টায় ঢাকা থেকে ভৈরবের উদ্দেশ্যে যাওয়ার সময় রাস্তায় তার গাড়ি রোধ করে অজ্ঞাত নামা ৪/৫ জন ব্যক্তি।
 
এ সময়  দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার সাথে থাকা ১ লাখ ৬৮ হাজার টাকার ক্রেডিট কার্ড, ৩টি মোবাইল, ল্যাপটপ, মানিব্যাগ, ক্যামেরাসহ ড্রাইভার তুষারের সাথে থাকা মোবাইল ও টাকা নিয়ে যায়।

এই ঘটনায় শ্রীলঙ্কার নাগরিক চামিলা লিযাংগে আড়াই হাজার থানায় মামলা করেন। মামলার তদন্ত করে থানা পুলিশ অমিতকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এই বিভাগের আরো খবর