বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আশ্রমে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২০  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩২তম শুভ আবির্ভাব বর্ষ স্মরণ মহোৎসব উপলক্ষ্যে ১০০জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয় হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে শহরের নতুন পালপাড়ায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আশ্রমে এ সংবর্ধনার আয়োজন করা হয়। 

 

আশ্রমের সভাপতি সমীর করের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোলকাতার বঙ্গবাসী ইভিনিং কলেজের অধ্যাপক অমলেন্দু চট্টোপাধ্যায়। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার আশ্রমের সভাপতি রবীন্দ্রনাথ সরকার, তোলারাম কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক জীবনকৃষ্ণ মোদক, সহযোগী অধ্যাপক সমাপ্ত কুমার সাহা, উদ্ভিদ বিভাগের অ্যধাপক আরতি দাস প্রমুখ। 

 

সংবর্ধনা অনুষ্ঠানে ৭২জন  প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার্থী ও ২৮জন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী মোট ১০০জন শিক্ষার্থীকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। 

 

এদের মধ্যে এবার পিইসি পরীক্ষায় কৃতিত্ব অর্জন করায় দৈনিক ইত্তেফাকের নারায়ণগঞ্জ জেলার ফটো সাংবাদিক তাপস সাহার নাতনী অহনা সাহাকে সংবর্ধনা প্রদান করা হয়।

এই বিভাগের আরো খবর