শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

শ্রমিক পরিবারের মধ্যে গার্মেন্ট শ্রমিক সংহতির খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: ৩০ মার্চ ২০২০  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ফতুল্লা পঞ্চবটির ফাজেলপুরে বেশ কিছু শ্রমিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন গার্মেন্ট শ্রমিক সংহতি নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দ।  

 

সোমবার (৩০ মার্চ) সকাল ১১ টায় ফাজেলপুরে গার্মেন্ট সংহতি নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক অঞ্জন দাস, মো. মামুন, সোহাগ রহমান শ্রমিক পরিবারগুলোর কাছে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেন।

এসময় সার্বিক সহযোগিতায় গণসংহতি আন্দোলনের জেলা সাংগঠনিক সম্পাদক রফিকুল বাপ্পি, ছাত্রফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক  জাহিদ সুজন, জেলার অর্থ সম্পাদক ফারহানা মানিক মুনা  প্রমুখ উপস্থিত ছিলেন।

বিতরণকালে শ্রমিক নেতা অঞ্জন দাস বলেন, সরকারেরর ঘোষণার পরও বিজিএমইএ, বিকেএমইএ থেকে অনেক দেরি করে কারখানা বন্ধের ঘোষণা করা হলেও আজ ৩০ মার্চ পর্যন্ত নারায়ণগঞ্জের বিসিকের এমবি নিটওয়ার, পঞ্চবটির গফুর সুপার মার্কেটে অবসাথিত সৃষ্টি ফ্যাশন, বে টিশার্ট, শাহ ফতুল্লা টেক্সটাইল মিল এখনো বন্ধ ঘোষণা করা হয় নাই। শ্রমিকের নিরাপত্তায় মাসিক পাওনাদি সম্পন্ন করে কারখানাগুলো বন্ধে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।

এই বিভাগের আরো খবর