বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

শুক্রবার বসছে গানে প্রাণের ৩৪ তম আসর

প্রকাশিত: ১৯ জুলাই ২০১৮  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪): শুক্রবার (২০ জুলাই) সন্ধ্যায় বসছে সমগীত সংস্কৃতি প্রাঙ্গনের মাসিক গানের অনুষ্ঠান গানে প্রাণের ৩৪ তম আসর। এবারের আসরের বিষয় ‘মেঘ বাদলের গান’। সন্ধ্যা সাড়ে ছয়টায় সমগীত সংস্কৃতি প্রাঙ্গন কার্যালয়ে শুরু হবে অনুষ্ঠানটি।

 

দীর্ঘ বিরতির পর শুরু হওয়া এই আসরে যন্ত্র সঙ্গীত পরিবেশনা করবেন আহমেদ ব্রাদার্স। থাকছে ভাটিয়াল শহুরে ,ইকবাল সুমন, বীথি ঘোষ, আহমেদ বাবলু ও সমগীত’র গান।

 

এবারের আসর নিয়ে অনুষ্ঠানের সমন্বয়ক আহমেদ বাবলু যুগের চিন্তা ২৪ কে বলেন, ২০১০ সালে শুরু হওয়ার পর ইচ্ছে ছিলো প্রতি মাসে নিয়মিত আয়োজন করবো অনুষ্ঠানটি। কিন্তু নানান কারনে তা আর হয়ে উঠেনি। তবে এক এক করে প্রায় ৩৩ টি আসর আমরা আয়োজন করতে পেরেছি ইতিমধ্যেই । দীর্ঘ দিন পর আবারো গানে-প্রাণের এই অনুষ্ঠান আয়োজন করেছি 'মেঘ বাদলের গান' নিয়ে। আশা করছি গানে প্রাণের দর্শকরা ভালো কিছুই পেতে যাচ্ছে। সকলকে শুক্রবারের গানে-প্রাণের আয়োজনে সাদর আমন্ত্রণ।

এই বিভাগের আরো খবর