শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

‘শিশু শিক্ষা, খেলাধুলায় প্রতিবন্ধকতা ও প্রতিকার’ শীর্ষক সেমিনার 

প্রকাশিত: ২ নভেম্বর ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সেমিনার কার্যক্রমের অংশ হিসেবে ‘শিশু শিক্ষা, খেলাধুলায় প্রতিবন্ধকতা ও প্রতিকার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় ষড়জ সাংস্কৃতিক অঙ্গনের উদ্যোগে আলী আহম্মদ নগর পাঠাগার ও মিলনায়তনের নিচতলায় সেমিনার কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।


সংগঠনের মহা পরিচালক মনি সুপান্থের সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, পরিচালক জোহার জোয়া। এর পর মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক এড.আইরিন সুলতানা মলি।


ষড়জ সাংস্কৃতিক অঙ্গনের সদস্য ঈষীকা শিঞ্জন ষড়জের সঞ্চালানায় মূল প্রবন্ধের উপর আলোচনা করেন, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও সংস্কৃতিজন রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, মুসলিম নগর কেএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সিকান্দার আলী এবং চাইল্ড কেয়ার স্কুলের অধ্যক্ষ নুসরাত জাহান কান্তা।


পরে এক মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি প্রদীপ ঘোষ বাবু, সহসভাপতি ধীমান সাহা জুয়েল, সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ, স্বরধ্বনির প্রতিষ্ঠাতা আহম্মেদ বাবলু, গণসংহতি আন্দোলনের জেলার নির্বাহী সমন্বয়ক অঞ্জন দাস, সংস্কৃতি কর্মী মিন্টু রহমান প্রমুখ।


এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জাহিদুল হক দীপু, সাবেক সাধারণ সম্পাদক অমল আকাশ, যুগ্ম সম্পাদক সাইফুল আলম নান্টু, সমগীতের কেন্দ্রীয় সহ সভাপতি দীনা তাজরীন, শ্রুতি সাংস্কৃতিক একাডেমির উপ পরিচালক উজ্জ্বল উচ্ছ্বাস, নারী নেত্রী পপি রাণী সরকার প্রমুখ।

এই বিভাগের আরো খবর