শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

শিশু আলিফ হত্যা মামলায় যুক্তিতর্ক অনুষ্ঠিত

প্রকাশিত: ১০ জুলাই ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নগরীর জল্লারপাড় এলাকার ৪ বছরের শিশু আলিফ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার (১০ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমানের আদালতে এ যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। 
আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আগামী ১৬ জুলাই পরবর্তী শুনানীর দিন  ধার্য করেন। আসামি অহিদের বিরুদ্ধে আনীত অভিযোগের পক্ষে যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষ ।


জেলা পাপলিক প্রসিকিউটর (পিপি) এড. ওয়াজেদ আলী খোকন জানান, শিশু আলিফ হত্যা মামলায় আমরা যুক্তিতর্কে উপস্থাপন করেছি আসামী অহিদ ১৬৪ ধারার জবানবন্দীতে তার দোষ স্বীকার করেছেন। 


রাষ্ট্র পক্ষের যুক্ততর্ক উপস্থাপন শেষে আগামী ১৬ জুলাই মামলার পরবর্তী তারিখ ও বিবাদী পক্ষের যুক্তিতর্কের দিন নির্ধারণ করা হয়েছে। 


এর আগে মামলার ১৬ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করা হয়েছে। শিশু আলিফ হত্যার দায়ে আসামী অহিদের সর্বোচ্চ সাজা দিতে আমরা সক্ষম হবো।
 

এই বিভাগের আরো খবর