শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

শিক্ষা প্রতিষ্ঠানের ঐচ্ছিক ছুটি কমছে, বাড়বে ক্লাসের সময়

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২০  

যুগের চিন্তা ডেস্ক: নভেল করোনাভাইরাসের কারণে দীর্ঘ সময় ধরে স্কুল, কলেজ বন্ধ থাকায় এবার ঐচ্ছিক ছুটি কমানোর কথা ভাবা হচ্ছে। দীর্ঘ সময় ছুটির ক্ষতি পোষানোর জন্যই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। ফলে কোরবানির ঈদের ছুটি ১৫ দিনের পরিবর্তে ১০ দিন ও দুর্গাপূজার ছুটি ৭ দিনের পরিবর্তে তিন করা হতে পারে। শ্রেণীকক্ষে ক্লাসের সময় ৪০ মিনিটের পরিবর্তে এক ঘন্টা করার কথা ভাবছে শিক্ষা মন্ত্রণালয়।
 

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে শিক্ষা সচিবের সাথে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, সিনিয়র সিস্টেম অ্যানালিস্টসহ সংশ্লিষ্টদের ভার্চুয়াল কনফারেন্সে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 


বিষয়টি নিয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক গণমাধ্যমকে বলেন, ‘এ বিষয়ে একটি আলোচনা হয়েছে। এখনো সিদ্ধান্ত হয়নি। ছুটিগুলো সমন্বয় করলে আমাদের যে সময়টা চলে গেছে, সেই সময়টা কাভার হবে। বিষয়টি স্টাডি করে ওয়ার্কআউট করে আমরা সচিব মহোদয়কে দেব, তারপর উনারা সিদ্ধান্ত নেবেন।’
 

এই বিভাগের আরো খবর