বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১

শামীম ওসমানের সমাবেশের দিন অনার্স পরীক্ষা, শংকায় পরীক্ষার্থীরা

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : শামীম ওসমানের সমাবেশ ৭ তারিখ বিকেল ৩ টা থেকে শুরু হওয়ার কথা। তবে এদিন দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা রয়েছে। 

সুতরাং সরকারি তোলারাম কলেজ, সরকারি মহিলা কলেজ এবং নারায়ণগঞ্জ কলেজের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার্থীদের ভোগান্তিতে পড়াটা একেবারে নিশ্চিত।

চাষাঢ়ায় শামীম ওসমানের জনসভা থাকায় মাইকের শব্দে পরীক্ষার্থীরা ঠিকমত পরীক্ষা দিতে পারবে কিনা এতেও অনেকে সন্দিহান। এছাড়া বড় সমাবেশ করার ঘোষণা দিয়েছেন শামীম ওসমান। তাতে পরীক্ষার দিন ঠিকসময়ে পরিক্ষার হলে আসতে পারা ও বেরিয়ে পরিবহণ সংকটে ভোগান্তিতে পড়বেন শিক্ষার্থীরা এমন আশঙ্কা করছেন শুধীমহল।  

নারায়ণগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ বেদৌরা বিনতে হাবীব জানান, ‘পরীক্ষা যেহুতু আছে শিক্ষার্থীদের সমস্যা তো হবেই। যারা সমাবেশ ডেকেছেন পরীক্ষার্থীদের কথাটি একটু ভাবার প্রয়োজন ছিলো।’  

নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ বেলা রানি সিংহ জানান, ‘চাষাঢ়ার বিশাল সমাবেশ হবে বলে শুনেছি। এদিন অনার্স প্রথম বর্ষের পরীক্ষা রয়েছে। পরীক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হবে। 

ঈদের আগেও এধরণের সমাবেশে সমস্যা পড়তে হয়েছে। মাইকি এর বিকট আওয়াজ, পরিবহণ সংকট সহ আরো নানা সমস্যায় পরতে হবে পরীক্ষার্থীদের। কিন্তু এসব তো আর উনারা দেখেননা। সমস্যা থাকলেও উত্তোরণের উপায় নেই।’
 

এই বিভাগের আরো খবর