বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

শহীদ দিবস

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০১৯  

ফেব্রুয়ারী এলে মনে পড়ে যায় শহীদদের কথা। 

 সারা বছর রাখবে মনে রক্তের বিনিময়ে পাওয়া মাতৃভাষা তবে ৷

বাংলা ভাষার জন্য যারা জীবন করেছে দান তাদেরকে জানাই অন্তর থেকে হাজারো সালাম ৷

শ্রদ্ধা জানাতে আপামর বাঙ্গালী খালি পায়ে হেঁটে শহীদ মিনারে যায়,

ফুলের তোড়ায় পরিপূর্ণতা পায় শহীদ মিনার কানায় কানায় ৷

সালাম,রফিক,বরকত, জব্বার নাম না জানা আরও অনেকেই

বুকের তাজা রক্ত ঢেলে দিলো বাহান্নর ভাষা আন্দোলনে ৷

করেনি মায়া প্রানের তারা হয়েছে তাই দেশ বরেন্য,

প্রতিশ্রুতির বন্ধন করেনি ক্ষুন্ন অপমানিত হয়েও মূল্যবোধ ও কর্তব্যে হয়েছে তাই ধন্য ৷

- সুরাইয়া ইসলাম