শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

শহিদ বুদ্ধিজীবী দিবসে ক্রান্তি খেলাঘরের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ক্রান্তি খেলাঘর আসরের আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে কেন্দ্রীয় শহিদ মিনারে এ পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শুরুতে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করা হয়। 


এর পর সংগঠনের সভাপতি ফুয়াদ মহসিনের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন, কেন্দ্রীয় খেলাঘরের প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ও খেলাঘর জেলা কমিটির সহ-সভাপতি ভবানী শংকর রায়, খেলাঘর নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ফারুক মহসিন প্রমুখ।


এ সময় উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা সেলিম মাহমুদ, সাংস্কৃতিক কর্মী জহিরুল ইসলাম মিন্টু, ক্রান্তি খেলাঘর আসরের সহ সভাপতি ফয়সাল আহম্মদ দোলন, সাংগঠনিক সম্পাদক তারেক উল্লাহ সজল, শিক্ষাবিজ্ঞান সম্পাদক হানিফ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক সাবরিনা রব তিন্নী, সাহিত্য সম্পাদক ফজল হোসেন রাজুসহ অন্যান্য কর্মী বন্ধুরা।

এই বিভাগের আরো খবর