বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

শহরে তীব্র শীতে বিপন্ন জনজীবন

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২০  

যুগের চিন্তা রিপোর্ট : শীতে কাঁপছে নারায়ণগঞ্জের জনপদ। গতকাল সারাদিনে সূর্য্যদেব একবারের তরেও উঁকি দেননি। কনকনে হিমেল হাওয়ার কামড়ে ছিল বরফের পোচ। বাতাসে ছিল পলিথিন পোড়া কটু গন্ধ। গতকাল নারায়ণগঞ্জে তীব্র শীতে জনজীবণ স্থবির হয়ে উঠেছিল।

 

শনিবার (১১ জানুয়ারি) নারায়ণগঞ্জ শহরের তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে এলেও এটা এবার এ শহরের সর্ব নিম্ন তাপমাত্রা নয়। এবার সর্ব নিম্ন তাপমাত্রার রেকর্ড ১৫ ডিগ্রি সেলসিয়াস। তবে, উত্তুরে হিমেল হাওয়ার তীব্রতায় গতকাল শহরবাসির কাছে সর্বনিম্ন তাপমাত্রা অনুভূত হয়েছে। সারাদিনে সূর্যের মুখ একবারের তরেও দেখা যায়নি।

 

দিনের বেলাও বৃষ্টির মতো শিশির ঝরেছে। সন্ধ্যার পর শীতের তীব্রতায় শহর জুড়ে ছিন্নমূল, দিনমজুর ও ঘরছাড়া মানুষদের আগুন পোহাতে দেখা গেছে। এসব আগুনের মূল উৎস পলিথিন হওয়ায় শহরজুড়ে বাতাসে ছিল পলিথিন পোড়া ভারী গন্ধ। তীব্র শীতের কারণে গতকাল দিনমজুরদের কর্মহীন থাকতে হয়েছে। সন্ধ্যার পর দ্রুত খালি হয়ে গেছে নারায়ণগঞ্জ শহর।

 

এই বিভাগের আরো খবর