শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

শফিক সরকারের পরিবারের খোঁজখবর নিলেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ

প্রকাশিত: ১ জুলাই ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিষ্ফোরণ মামলায় গ্রেপ্তার রূপগঞ্জ থানা ছাত্রদল নেতা শফিক সরকারের পরিবারের সদস্যদের সাথে মুঠোফোনে কথা বলে খোঁজখবর নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। 

 

সোমবার (১ জুলাই) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শফিক সরকারের পরিবারের কাছে ফোন করে তাদের খোঁজখবর নেন।এছাড়া শফিক সরকারের পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন 

 

এছাড়া কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান তার পরিবারের সদস্যদের সাথে মুঠোফোনে কথা বলে খোঁজখবর নেন।  

 

প্রসঙ্গত,  ২৪ জুন দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি শেষ হওয়ার কিছুক্ষণ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিনই পল্টন থানায় মামলা করা হয়। থানার এসআই আবু সাঈদ বাদী হয়ে মামলাটি করেন। এরপর অভিযান চালিয়ে ২৬ জুন ৯ জনকে  গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রূপগঞ্জ থানা ছাত্রদল নেতা শফিক সরকারও রয়েছেন। 
 

এই বিভাগের আরো খবর