শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

ল্যাম্পপোস্ট

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৯  

রাতভর জেগে থাকো একা-
    নক্ষত্র নও, হবে উপমা
           কোনো কাজল কালো চোখের!


প্রজাপতির রঙিন ডানা থেকে 
         দু’হাতে আবির ছেনে
         কাটেন তিলক কেউ তোমার কপালে
তুমি একা-নিঃসঙ্গ-নির্বাক
      দিয়ে যাও আলো
                  সারারাত-
অন্ধপথ করো আলোকিত;


নিরুত্তাপ সেই আলো দেখে
বেহেড মাতলও ঘরে ফেরে 
সন্ত্রস্ত ইঁদুর উঠে আসে পীচ ঢালা কালো পথে
        খোঁজে জীবনের খুদ-বাঁচার প্রেরণা
পিছনে দাঁড়িয়ে থাকে তোমার নিশ্চুপ ছায়া
ছায়া কি কখনও হয় ছায়াসঙ্গী কারো?


একাকীত্ব তবু গাঁয়ে মেখে 
    ঢালো কোমল আলোক পৃথিবীর বুকে
    প্রভাতের প্রত্যাশায়-
তোমার মতো কে আর আছে ভূমিসুত
নিবে যে আঁধারে আলো জ্বালাবার দায়!

 

রাকিবুল রকি