শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

লেনিন

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২০  

লেনিন তুমি আর একবার ফিরে আসো
আমাদের ক্রন্দন এখনো থামেনি!

 

অনাচার আর লাথি মারার গল্প এখনো চালু আছে এই গ্রহে।
জাঁহাবাজদের নখের আঁচড় এখনো ঘাই
মেরে যাচ্ছে দুর্বলের ঢেরায়!
অবৈধ যন্ত্রের কলে পিষে মারছে সর্বহারাকে।

 

সেদিন দেখলাম ভাগাড়ে পড়ে আছে কিছু হাড়
অবশ্য জ্যান্ত, তার উন্মুক্ত চোয়ালের গহ্বরে যাতায়াত করছে কিছু নর্দমার কীট।

 

লেনিন তুমি আর একবার দেখা দাও
এই অভাগা মানচিত্রের খুপরি তলে,

 

জানি, শোষণের কোনো ভূখণ্ড থাকে না
থাকে না শাসকের ভেদাভেদ রুপের তকমবাজি,
আসলে সবকটা একই ডাইসের মাল
মসনদে চেপে বসা পুঁজির নয়া ভূতের কারসাজি।

 

তারা সিস্টেমের বরাত দিয়ে চিবিয়ে চুষে নিচ্ছে
শরীরের নোনা জল, মানুষের মানবিক দস্তখত, 
আর ঐ দিকে প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে বৈষম্যের
তালা, লেনিন এই দুঃসময়ে তোমার আগমন হোক 
চাবি রুপে-
খুলে যাক সকল বন্দীশালা।

 

শান দাও তোমার হাত বার বার যতোবার
প্রয়োজন, জালিমের আস্তানায় ফের আঘাত
হানো, নির্মাণ করো মর্যাদার সুউচ্চ আসন।

 

লেনিন তোমায় লাল সালাম!
তুমি ফিরে আসো লাল পতাকায়,
যুগের আবেদন....

 

মিলন মাহমুদ