শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

র‌্যাবের অভিযানে ৪ ডাকাত গ্রেফতার

প্রকাশিত: ১০ মে ২০১৯  

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে পূর্বাচল উপশহরের ৩০০ ফিট ছমু মার্কেট এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১। 


বুধবার  (৮ মে) রাতে র‌্যাব-১ এর একটি আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে পূর্বাচল উপশহরের ছমু মার্কেটস্থ মো.আজাহান মিয়ার চায়ের দোকান এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সক্রিয় এ ডাকাত চক্রকে গ্রেফতার করে। 


গ্রেফতারকৃতরা হলো-ডাকাত দলের সক্রিয় সদস্য মধূখালী এলাকার তোফাজ্জলের ছেলে সাইফুল ইসলাম (২৭), আবুল হোসেনের ছেলে মাহাবুুর রহমান (২৬) একই এলাকার মজিবুরের ছেলে বেলায়াত (২৬), সুরিয়াবো এলাকার সুলতানের ছেলে ওবায়দুর রহমান (২৮)।এ সময় র‌্যাব সদস্যরা তাদের কাছ থেকে ধারালো ০২টি চাপাতি, ০৩টি ছুরি ও ০৩টি মোবাইল সেট উদ্ধার করে।


র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদী জানান, দীর্ঘদিন ধরে  পূর্বাচল উপশহরের ৩০০ ফিট এলাকার মূল সড়কে একটি সংঘবদ্ধ ডাকাত দল কর্তৃক ডাকাতির ঘটনা ঘটিয়ে আসছে। উক্ত ডাকাত দলের সক্রিয় সদস্যরা বিভিন্ন সময়ে ডাকাতিকালে দেশীয় অস্ত্র দিয়ে সাধারণ মানুষকে মারধর, ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়। এতে সড়কে চলাচলরত মানুষ অতিষ্ট প্রায়।


গ্রেফতারকৃত ব্যক্তিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় , তারা দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে আসছিল। তারা পূর্বাচল ৩০০ ফিট এলাকায় সংঘটিত বেশ কয়েকটি ডাকাতির ঘটনায় দায় স্বীকার করে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা করা হয়েছে।

এই বিভাগের আরো খবর