শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

রোকনউদ্দিন বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২০  

আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারে রোকনউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, প্রতি বছরই বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়ে থাকে। এবারও এর ব্যতিক্রম হয়নি। বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হলে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটে। এতে পড়ালেখায় তারা ভালো করতে পারে। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের বিনোদনের ব্যবস্থা থাকলে শিক্ষার্থীদের মধ্যে একটি পজেটিভ প্রভাব পড়ে। এতে তাদের এগিয়ে চলার পদ আরো সুগম হয়।


এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল কান্তি পাল, সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারি শিক্ষক ফেরদৌসী বেগম, অজুফা আক্তার, আব্দুর রহিম ভূঞা, আফতাব উদ্দিন চৌধুরী, বজলুর রহমান মিঞা, রত্না পাল, নাসির উদ্দিন, অসীম কুমার দত্ত, মাহতাব উদ্দিন, সোহেল মোল্লা, শাহ আলম, হেলেনা আক্তার, রফিবুর রহমান, নুরূল হক, ইব্রাহিম মিয়া, সেলিনা বেগম প্রমুখ।


শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেয় মিনু আক্তার, ময়না আক্তার, ইয়াছমীন আক্তার, আঁখ আক্তার, সাদিয়া আক্তার, মুক্তা আক্তার, শিরিন আক্তার, বৃষ্টি আক্তার, কারিমা আক্তার, উর্মী আক্তার, রিয়া আক্তার, সুমাইয়া আক্তার, বৃষ্টি রানী ও লিমু আক্তার। 

এই বিভাগের আরো খবর