শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

রূপগঞ্জে ১২ স্থানে অস্থায়ী পশুর হাটের অনুমোদন

প্রকাশিত: ১৩ আগস্ট ২০১৮  

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ১২ স্পটে অস্থায়ী পশুর হাটের অনুমোদন দিয়েছেন জেলা প্রশাসন। এসব অস্থায়ী পশুর হাট টেন্ডারের মাধ্যমে ইজারা দেয়া হবে। সেই লক্ষ্যে সোমবার সকাল থেকেই দরপত্র বিক্রি করা হচ্ছে। মঙ্গলবার টেন্ডারের মাধ্যমে সর্বোচ্চ দরদাতাদের ইজারা দেয়া হবে।

 

হাট গুলো হলো, স্বর্ণখালী বাজার সংলগ্ন মাঠ, ইউসুফগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন মাঠ, জনতা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠ, পলখান উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠ, বেলদি ফাজিল মাদ্রাসা সংলগ্ন মাঠ, মুড়াপাড়া ডিগ্রি কলেজের আম বাগান, পুর্বগ্রাম নতুন স্টেডিয়াম মাঠ, কাঞ্চন শীতলক্ষ্যা ব্রীজের পশ্চিম পার্শে ৩০০ ফুট বালুর মাঠ, বরপা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মোস্তাফিজুর রহমান মোল্লার বালুর মাঠ, ৭নং ওয়ার্ডের নোয়াপাড়া জামদানি পল্লী মাঠ, কাঞ্চন কেন্দুয়া বালুর মাঠ ও ভুলতা ইউনিয়ন পরিষদের পশ্চিম পার্শের আম বাগান।

 

উপজেলা নির্বাহী অফিসার আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, জন সাধারনে পশু ক্রয়ের সুবিধার কথা চিন্তা করে ১২টি স্থানে এবার পশুর হাট অনুমোদন দিয়েছেন জেলা প্রশাসন। নিয়ম মেনে টেন্ডারের মাধ্যমে হাটের ইজারা দেয়া হচ্ছে।

 

প্রতিটি হাটে পশুর স্বাস্থ্য পরিক্ষার করার জন্য চিকিৎসক নিয়োগ দেয়া হচ্ছে। সেই সাথে জননিরাপত্তার স্বার্থে পুলিশ প্রশাসনের পাশাপাশি আনসার সদস্যদের নিয়োগ দেয়া হচ্ছে। সেই সাথে কোন স্থানে পশুর হাটের জন্য যানজট না হয়, সে ব্যপারেও পদক্ষেপ নেয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর