বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

রূপগঞ্জে লকডাউন বাস্তবায়নে মাঠে ইউএনও মমতাজ বেগম

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪ মে ২০২০  

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান ভূইয়া ও সহকারী কমিশনার (ভূমি) আফিফা খাঁনকে সাথে নিয়ে লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। এসময় ফুটপাতে দোকান ও মার্কেটগুলো বন্ধের অভিযান চালানো হয়। 

 

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় এ অভিযান চলে। এসময় ভূলতা ফাঁড়ি পুলিশের সহযোগিতায় ভূলতা ও গাউছিয়া এলাকার প্রায় দেড় হাজার ফুটপাত তুলে দেন। এসময় তাঁতবাজার ও আব্দুল হক মার্কেটের মধ্যে যে সকল মাছ বাজার ও কাঁচা বাজারের দোকান আছে তাদেরকে ভুলতা স্কুল মাঠে স্থান্তার করার নির্দেশ দেন। 

 

ইউএনও মমতাজ বেগম বলেন, আমরা এলাকাবাসীকে করোনাভাইরাসের হামলা থেকে বাঁচাতে ও সামাজিক দূরত্ব সৃষ্টির লক্ষেই এ পদক্ষেপ নিতে হয়েছে। ব্যবসায়ীদের এ সাময়িক কষ্ঠ দেয়ায় তিনি দুঃখ্য প্রকাশ করেন। এসময় ব্যবসায়ীরা সরিয়ে নিতে প্রশাসনকে কথা দেন। ভূলতা ফাঁড়ির ইনচার্জ আমিনুল ঔসলাম বলেন, আমি প্রশাসনের নির্দেশ বাস্তবায়নে সর্বদা প্রস্তত আছি।

এই বিভাগের আরো খবর